১ বংশাবলি 12:21 - পবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তাঁহারা সৈন্যদলের বিপক্ষে দায়ূদের সাহায্য করিলেন, কারণ তাঁহারা সকলে বলবান বীর ছিলেন, এবং সৈন্যদলের সেনাপতি হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তাঁরা সৈন্যদলের বিপক্ষে দাউদকে সাহায্য করলেন, কারণ তাঁরা সকলে ছিলেন বলবান বীর এবং সৈন্যদলের সেনাপতি হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 আক্রমণকারী দলগুলির বিরুদ্ধে তারাই দাউদকে সাহায্য করলেন, কারণ তারা সবাই ছিলেন সাহসী যোদ্ধা, এবং তারা তাঁর সৈন্যদলে সেনাপতি হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 দাউদের সেনাবাহিনীতে এঁরা নায়কপদে নিযুক্ত হয়েছিলেন। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা দাউদকে সাহায্য করতেন কারণ তাঁরা ছিলেন অসমসাহসী বীর যোদ্ধা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা দায়ূদকে সাহায্য করেছিলেন। এই সমস্ত অসৎ ব্যক্তিরা সারা দেশে সুযোগ সুবিধে মত চুরি-চামারি চালিয়ে যাচ্ছিল। মনঃশি পরিবারের বীর যোদ্ধারা দায়ূদের সেনাবাহিনীর নেতায় পরিণত হয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 অন্যান্য আক্রমণকারী দলগুলোর বিরুদ্ধে এঁরা দায়ূদকে সাহায্য করেছিলেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং সৈন্যদলের সেনাপতি হলেন। অধ্যায় দেখুন |