১ বংশাবলি 11:12 - পবিত্র বাইবেল O.V. (BSI)12 তাঁহার পরে অহোহীয় দোদোর পুত্র ইলিয়াসর, তিনি বীরত্রয়ের এক জন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তাঁর পরে অহোহীয় দোদের পুত্র ইলিয়াসর, তিনি বীরত্রয়ের এক জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তাঁর পরের জন ছিলেন তিনজন বলবান যোদ্ধাদের মধ্যে একজন, অহোহীয় দোদয়ের ছেলে সেই ইলিয়াসর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 বিখ্যাত ‘বীর ত্রয়ীর’ দ্বিতীয় ব্যক্তি ছিলেন অহো গোষ্ঠীর ডোডোর পুত্র ইলিয়াসর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 দ্বিতীয় জন হলেন অহোহের দোদোর পুত্র ইলিয়াসর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাঁর পরের জন ছিলেন ইলীয়াসর। ইনি ছিলেন অহোহীয় দোদোরের ছেলে। নাম করা তিনজন বীরের মধ্যে ইনি ছিলেন একজন। অধ্যায় দেখুন |