হোশেয় 3:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 তাহাতে আমি পনের রৌপ্যমুদ্রায় এবং এক হোমর যবে ও অর্দ্ধ হোমর যবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তাতে আমি পনের রূপার মুদ্রা দিয়ে এবং এক হোমর যব ও অর্ধেক হোমর যব দিয়ে তাকে নিজের জন্য ক্রয় করলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তাই আমি তাকে 170 গ্রাম ওজনের রৌপ্যমুদ্রা ও প্রায় 195 কিলোগ্রাম যব দিয়ে কিনে আনলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তখন আমি পনেরোটি রৌপ্যমুদ্রা ও দেড় হোমের পরিমাণ যবের পণ দিয়ে তাকে কিনে নিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 সেজন্য আমি গোমরকে 6 আউন্স রূপো এবং 9 বুশেল বার্লি দিয়ে কিনে নিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তাই আমি তাকে পনেরো সেকেল রূপার পয়সা এবং দেড় হোমর যবে আমার জন্য কিনেছি। অধ্যায় দেখুন |