হোশেয় 1:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন [সদাপ্রভু] কহিলেন, তুমি তাহার নাম লো-অম্মি [আমার প্রজা নয়] রাখ; কেননা তোমরা আমার প্রজা নহ, এবং আমিও তোমাদের পক্ষ হইব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তখন মাবুদ বললেন, তুমি তার নাম লো-অম্মি [আমার লোক নয়] রাখ; কেননা তোমরা আমার লোক নও এবং আমিও তোমাদের পক্ষ হব না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তখন সদাপ্রভু বললেন, “ওর নাম রাখো লো-অম্মি, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 প্রভু তখন হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ লো-আম্মি (আর আমার প্রজা নয়)—কেননা তোমরা আমার প্রজা নও, আর আমিও তোমাদের ঈশ্বর নই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তখন প্রভু বললেন, “তার নাম লো-অম্মি রাখো। কেন? কারণ তোমরা আমার লোক নও। আমি তোমাদের ঈশ্বর নই।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তখন সদাপ্রভু বললেন, “তাকে লো-অম্মি বলে ডাক, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই।” অধ্যায় দেখুন |