হিতোপ 27:23 - পবিত্র বাইবেল O.V. (BSI)23 তুমি আপন মেষপালের অবস্থা জানিয়া লও, আপন পশুপালে মনোযোগ কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তুমি তোমার ভেড়ার পালের অবস্থা জেনে নাও, নিজের পশুপালে মনোযোগ দাও; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তোমার মেষপালের দশা জানার বিষয়ে নিশ্চিত থেকো, যত্নসহকারে তোমার পশুপালের প্রতি মনোযোগ দিয়ো; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তোমার মেষপালের দিকে লক্ষ্য রাখ, গরু বাছুরগুলির যথাসাধ্য যত্ন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তোমার মেষ ও ছাগলের পালের ওপর সতর্ক প্রহরার নজর রাখো। তাদের সমস্ত প্রয়োজনের প্রতি যত্ন নিও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তুমি নিজের মেষপালের অবস্থা জেনে নাও, নিজের পশুপালে মনোযোগ দাও; অধ্যায় দেখুন |