হিতোপ 22:25 - পবিত্র বাইবেল O.V. (BSI)25 পাছে তুমি তাহার আচরণ শিক্ষা কর, আপন প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পাছে তুমি তার আচরণ শিক্ষা কর, নিজের প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 পাছে তুমিও তাদের জীবনযাত্রার ধরন শিখে ফেলো ও নিজেই ফাঁদে জড়িয়ে পড়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 পাছে তুমি তাদের অনুকরণ করে নিজেই বিপদে পড়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 যদি তুমি তা কর তাহলে তুমি হয়ত তার মত আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 অথবা তুমি তার পথের বিষয়ে শেখো এবং তুমি নিজের জন্য ফাঁদ তৈরী কর। অধ্যায় দেখুন |