হিতোপ 22:10 - পবিত্র বাইবেল O.V. (BSI)10 নিন্দককে তাড়াইয়া দেও, বিবাদ বাহিরে যাইবে, বিরোধ ও অবমাননাও ঘুচিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 নিন্দুককে তাড়িয়ে দাও, ঝগড়া বাইরে যাবে, বিরোধ ও অবমাননাও ঘুচবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 বিদ্রুপকারীদের তাড়িয়ে দাও, আর বিবাদও দূর হয়ে যাবে; বিবাদ ও অপমানও মিটে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 দাম্ভিক লোককে দূর কর তাহলে ঝগড়াঝাঁটি, তর্কবিতর্ক থেমে যাবে, বিবাদের অবসান হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যারা অশান্তি সৃষ্টি করে তাদের তাড়িয়ে দাও, সংঘাত আপনিই দূর হবে। তখন ন্যায় ও অপমানজনক আচরণ বিশ্রাম পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 উপহাসককে নিক্ষেপ কর বিবাদ বাইরে যাবে এবং বিরোধ ও অপমানও শেষ হবে। অধ্যায় দেখুন |