হিতোপ 15:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 প্রণয়ভাবের সহিত শাক ভক্ষণ ভাল, তবু দ্বেষভাবের সহিত পুষ্ট গোরু ভাল নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 ভালবাসার সঙ্গে শাক খাওয়া ভাল, তবু দ্বেষভাবের সঙ্গে পুষ্ট গরু ভাল নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 ঘৃণার মনোভাব নিয়ে আমিষ খাবার পরিবেশন করার চেয়ে ভালোবাসা দেখিয়ে সামান্য পরিমাণে নিরামিষ খাবার খাওয়ানো ভালো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অশান্তির পলান্নের চেয়ে শান্তির শাকান্ন ভাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঘৃণার সংসারে প্রচুর খাদ্য খাওয়ার থেকে ভালোবাসার সংসারে অল্প খেয়ে থাকা ভালো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 ভালবাসার সঙ্গে শাকসবজি খাওয়া ভাল, তবু ঘৃণার সঙ্গে মোটাসোটা গরু ভাল নয়। অধ্যায় দেখুন |