হিতোপ 15:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 বুদ্ধিমানের মন জ্ঞান অন্বেষণ করে; কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা-ক্ষেত্রে চরে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 বুদ্ধিমানের মন জ্ঞান খোঁজ করে; কিন্তু হীনবুদ্ধিদের মুখ মাত্র অজ্ঞানতা খায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 বিচক্ষণ অন্তর জ্ঞানের খোঁজ করে, কিন্তু মূর্খের মুখ মূর্খতার ক্ষেতে চরে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 বুদ্ধিমানের মন জ্ঞানের অন্বেষণ করে কিন্তু নির্বোধ রোমন্থন করে মূর্খতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 জ্ঞানীরা আরও বেশী জ্ঞান আহরণ করতে চায়। কিন্তু মূর্খরা আরও মূর্খ হতে চায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 বুদ্ধিমানের মন জ্ঞানের খোঁজ করে; কিন্তু নির্বোধদের মুখ নির্বোধমির ক্ষেতে চরে। অধ্যায় দেখুন |