হিতোপ 1:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)19 পরধন-অপহারক সকলেরই এই গতি, সেই ধন তৎ-গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পরধন-অপহরক সকলেরই এই গতি, সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 বাঁকা পথে যারা ধন উপার্জন করতে চায় তাদের সবার এই গতিই হয়; যারা সেই ধন পায় তাদের প্রাণ সেই ধন ছিনিয়ে নেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 লুন্ঠিত সম্পদ লুন্ঠকারীর বিনাশ ডেকে আনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 লোভী লোকরা তাদের নিজেদের কুকর্মের জন্য তাদের জীবন হারায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তাদের পথ সেই রকম যারা মন্দ উপায়ে সম্পদ লাভ করে; যারা সেই সম্পদ ধরে রাখে তা তাদের প্রাণ নিয়ে নেয়। অধ্যায় দেখুন |