সফনিয় 3:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 হে সিয়োন-কন্যা, আনন্দগান কর; হে ইস্রায়েল, জয়ধ্বনি কর; হে যিরূশালেম-কন্যা, আনন্দ কর, সর্ব্বান্তঃকরণে উল্লাস কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 হে সিয়োন-কন্যা, আনন্দগান কর; হে ইসরাইল, জয়ধ্বনি কর; হে জেরুশালেম-কন্যা, আনন্দ কর, মনে প্রাণে উল্লাস কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 হে সিয়োন-কন্যা, গান করো; হে ইস্রায়েল, জয়ধ্বনি করো! হে জেরুশালেম-কন্যা, তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল, হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 জেরুশালেম, খুশী হও এবং উপভোগ কর। ইস্রায়েল আনন্দে চিৎকার করো। জেরুশালেম সুখে থাকো এবং মজা করো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 গান গাও, সিয়োন কন্যা, আনন্দ উল্লাস কর, ইস্রায়েল, যিরূশালেমের লোকেরা, খুশী হও ও তোমার সমস্ত অন্তর দিয়ে আনন্দ কর৷ অধ্যায় দেখুন |
এই স্থানে পুনর্ব্বার আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শুনা যাইবে; এবং তাহাদেরও রব শুনা যাইবে, যাহারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগানরূপ উপহার আনয়ন করে। কেননা পূর্ব্বকালের ন্যায় আমি এই দেশের বন্দি-দশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন।