সফনিয় 2:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 হাঁ, একত্র হও, কেননা দণ্ডাজ্ঞা সফল হইবার সময় হইল, দিন ত তুষের ন্যায় উড়িয়া যাইতেছে; সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপরে আসিয়া পড়িল, সদাপ্রভুর ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হ্যাঁ, জমায়েত হও, কেননা দণ্ডাজ্ঞা সফল হবার সময় হল, দিন তো তুষের মত উড়ে যাচ্ছে; মাবুদের ক্রোধের আগুন তোমাদের উপরে এসে পড়লো, মাবুদের গজবের দিন তোমাদের উপরে এসে পড়লো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সেই আদেশের সময় কার্যকর হওয়ার আগে যখন দিন তুষের মতো উড়ে যাবে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপর আসার আগেই, সদাপ্রভুর ভীষণ ক্রোধের দিন তোমাদের উপর আসার আগেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত সময় চলে যাচ্ছে! প্রভুর ক্রোধের দিন তোমাদের উপর এসে পড়ার আগে, প্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপর বর্ষিত হওয়ার আগে তোমরা একত্র হও, সংঘবদ্ধ হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রভুর ক্রোধের দিন তোমাদের ওপর এসে পড়ার আগে, তোমাদের জীবনযাত্রার পরিবর্ত্তন কর! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 শাস্তির আদেশ সফল হওয়ার আগে নির্দিষ্ট দিন আসবার আগে, তুঁষের মত দিন চলে যাবার আগে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপরে আসবার আগে৷ অধ্যায় দেখুন |