লেবীয় পুস্তক 4:32 - পবিত্র বাইবেল O.V. (BSI)32 যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক আনে, তবে একটী নির্দ্দোষ মেষবৎসা আনিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 যদি সে গুনাহ্-কোরবানীর উপহার হিসেবে ভেড়ার বাচ্চা আনে তবে একটি নিখুঁত ভেড়ীর বাচ্চা আনবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 “ ‘যদি সে তার পাপার্থক বলিরূপে একটি মেষশাবক আনে, তাকে ত্রুটিমুক্ত মাদি মেষশাবক আনতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 যদি কেউ প্রায়শ্চিত্ত বলিস্বরূপ মেষশাবক উৎসর্গ করতে চায়, তাহলে তাকে নিখুঁত একটি মেষী আনতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 “পাপের নৈবেদ্য হিসেবে যদি সেই লোকটি একটি মেষশাবক আনে তাহলে তাকে অবশ্যই কোন দোষ নেই এমন একটি স্ত্রী শাবক আনতে হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 যদি সে পাপের জন্য বলির উপহারের জন্য ভেড়ার বাচ্চা আনে, তবে একটা নির্দোষ মেয়ে ভেড়ার বাচ্চা আনবে। অধ্যায় দেখুন |