লেবীয় পুস্তক 25:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 তুমি আপন ক্ষেত্রের স্বতঃ উৎপন্ন শস্য কাটিবে না, ও আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিবে না; উহা ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তুমি তার ক্ষেতের নিজে থেকে উৎপন্ন শস্য কাটবে না ও আঝোড়া আঙ্গুরলতার ফল সংগ্রহ করবে না; তা ভূমির বিশ্রামের বছর হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 ক্ষেতগুলি থেকে যে শস্য এমনি এমনি উৎপন্ন হয়েছে তা কাটবে না, অথবা আঝোড়া দ্রাক্ষাফল সংগ্রহ করবে না। ভূমির জন্য বিশ্রামের বছর রাখতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 ক্ষেতে আপনা থেকে যে ফসল উৎপন্ন হবে তা তোমরা কাটবে না কিম্বা আছাঁটা আঙুর লতার ফল সংগ্রহ করবে না। কারণ সেই বছর জমির বিরতির বছর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ফসল কাটার পর যে সমস্ত শস্য নিজেরাই জন্মেছে, তোমরা অবশ্যই তাদের কাটবে না। যে সমস্ত দ্রাক্ষালতা ছাঁটা হয়নি সেখান থেকে তোমরা অবশ্যই দ্রাক্ষা সংগ্রহ করবে না। জমি এক বছর বিশ্রামে থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তুমি জমির নিজে থেকে উৎপন্ন শস্য কাটবে না ও না পাড়া আঙ্গুরফল ফল সংগ্রহ করবে না; ওটা জমির বিশ্রামের জন্য বছর হবে। অধ্যায় দেখুন |