লেবীয় পুস্তক 25:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে অষ্টম বৎসরে তোমরা বপন করিবে, ও নবম বৎসর পর্য্যন্ত পুরাতন শস্য ভোজন করিবে; যাবৎ ফল না হয়, তাবৎ পুরাতন শস্য ভোজন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে অষ্টম বছরে তোমরা বপন করবে ও নবম বছর পর্যন্ত পুরানো শস্য ভোজন করবে; যতদিন ফল না হয় ততদিন পুরানো শস্য ভোজন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 অষ্টম বছরে বীজ বপনকালের আগে সংগৃহীত ফসল থেকে তোমরা ভোজন করবে এবং নবম বছরে ফসল সংগৃহীত না হওয়া পর্যন্ত তোমরা পুরোনো খাদ্য ভোজন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অষ্টম বছরে তোমরা আবার বীজ বপন করবে এবং নবম বছর পর্যন্ত তোমরা পুরানো ফসল ভোগ করবে। নতুন ফসল না হওয়া অবধি তোমরা পুরানো শস্য ভোগ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 অষ্টম বছরে রোপন করার সময়ও তোমাদের পুরানো শস্য খেয়ে শেষ হবে না। অষ্টম বছরে চাষ করা শস্য আসার আগে নবম বছর পর্যন্ত তোমরা পুরানো শস্য খেতে পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে অষ্টম বছরে তোমরা বপন করবে ও নবম বছর পর্যন্ত পুরানো শস্য খাবে; যতক্ষণ ফল না হয়, ততক্ষণ পুরানো শস্য খাবে। অধ্যায় দেখুন |