লেবীয় পুস্তক 22:28 - পবিত্র বাইবেল O.V. (BSI)28 গাভী কিম্বা মেষী হউক, তাহাকে ও তাহার বৎসকে এক দিনে হনন করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 গাভী কিংবা ভেড়ী হোক, তাকে ও তার বাচ্চাকে একই দিনে জবেহ্ করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 একই দিনে কোনো গরু অথবা মেষ ও তার শাবককে হত্যা করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 কোন গাভী কিম্বা মেষী এবং তার শাবককে একই দিনে হনন করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 কিন্তু তোমরা অবশ্যই প্রাণীটিকে এবং এর মাকে একই দিনে হত্যা করবে না! এই নিয়ম গাভী এবং মেষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 গরু কিংবা ভেড়া হোক, তাকে ও তার বাচ্চাকে এক দিনের হত্যা কোরো না। অধ্যায় দেখুন |