লেবীয় পুস্তক 2:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যদি তুমি তুন্দুরে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত তাড়ীশূন্য সূক্ষ্ম সূজির পিষ্টক বা তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী দিতে হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যদি তুমি তুন্দুরে পাক-করা শস্য-উৎসর্গ দাও তবে তেল মিশানো খামিহীন মিহি সুজির পিঠা বা তৈলাক্ত চাপাটি দিতে হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “ ‘যদি তুমি উনুনে শেঁকা শস্য-নৈবেদ্য আনো, তাহলে মিহি ময়দা দিয়ে তা তৈরি করতে হবে, যা হবে খামিরবিহীন, অথচ তেলমিশ্রিত পিঠে, তৈলাক্ত সরু চাকলী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আর তোমরা যদি উনুনে সেঁকা কোন ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে চাও, তাহলে তেলে ভেজানো খামিরবিহীন মিহি ময়দায় তৈরী পিঠে কিম্বা তেলের ময়ান দেওয়া খামিরবিহীন রুটি তৈরী করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “যখন কোন লোক উনুনে সেঁকা রুটি নৈবেদ্য উপহার দেয় তখন তা যেন অবশ্যই খামিরবিহীন রুটি হয় মিহি ময়দা ও তেল দিয়ে তৈরী, অথবা যেন তেল মেশানো সরুচাকলী হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর যদি তুমি উনানে সেঁকা খামিহীন শস্য নৈবেদ্যে উপহার দাও, তবে তেল মেশানো খামিহীন সূক্ষ্ম সূজির পাপড় বা তৈলাক্ত খামিহীন শক্ত পাপড় দিতে হবে। অধ্যায় দেখুন |