লেবীয় পুস্তক 19:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 তৃতীয় দিবসে যদি কেহ তাহার কিঞ্চিৎ ভোজন করে, তবে তাহা ঘৃণার্হ; তাহা অগ্রাহ্য হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তৃতীয় দিনে যদি কেউ তার কিঞ্চিৎ ভোজন করে তবে তা ঘৃণার বস্তু; তা কবুল করা হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যদি ভক্ষ্য দ্রব্যের কিছু অংশ তৃতীয় দিনে ভোজন করা হয়, সেটি অশুদ্ধ এবং গৃহীত হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তৃতীয় দিনে যদি কেউ তার কিছু ভোজন করে তাহলে তা হবে গর্হিত কর্ম, সেই বলি অগ্রাহ্য হবে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তোমরা সেই নৈবেদ্যর কোনো অংশই তৃতীয় দিনে আহার করবে না; সেটা হবে অশুচি, সেটা অগ্রাহ্য হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তৃতীয় দিনের যদি কেউ তার কিছুটা খায়, তবে তা ঘৃণিত; তা অগ্রাহ্য হবে অধ্যায় দেখুন |
যে ব্যক্তি গো হনন করে, সে নরহত্যা করে; যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গলা ভাঙ্গিয়া ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধিধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্যবাদ করে; হাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণাই বস্তুতে প্রীত হয়;