লেবীয় পুস্তক 12:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, যে স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করে, সে সাত দিন অশুচি থাকিবে, যেমন রজস্বলার অশৌচকালে, তেমনি সে অশুচি থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তুমি বনি-ইসরাইলকে বল, যে স্ত্রী গর্ভধারণ করে পুত্র প্রসব করে সে সাত দিন নাপাক থাকবে, যেমন মাসিকের নাপাকীতার সময়ে, তেমনি সে নাপাক থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “তুমি ইস্রায়েলীদের বলো: ‘সন্তান গর্ভধারণ করার পর কোনো মহিলা যখন একটি ছেলের জন্ম দেয় তবে সে আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য অশুচি থাকবে, যেমন তার মাসিক ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তুমি ইসরায়েলীদের বল, গর্ভবতী কোন নারী যদি পুত্রসন্তান প্রসব করে তবে সে সাতদিন অশুচি থাকবে। ঋতুমতী হওয়ার সময় তার অশৌচ যেমন তেমনই হবে এই অশৌচ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “ইস্রায়েলের লোকদের বলো: যদি একজন স্ত্রীলোক একটি শিশু পুত্রের জন্ম দেয়, তাহলে সেই স্ত্রীলোকটি সাতদিন ধরে অশুচি থাকবে। তার মাসিকের রক্ত পাতের অশুচি সময়ের মতই হবে এই অশুচিতা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 “তুমি ইস্রায়েল সন্তানদের বল, যে স্ত্রী গর্ভধারণ করে ছেলের জন্ম দেয়, সে সাত দিন অশুচি থাকবে, যেমন মাসিক দিন কালের অশৌচের দিনের, তেমনি সে অশুচি থাকবে। অধ্যায় দেখুন |