লূক 6:30 - পবিত্র বাইবেল O.V. (BSI)30 যে কেহ তোমার কাছে যাচ্ঞা করে, তাহাকে দিও; এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয়, তাহার কাছে তাহা আর চাহিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 যে কেউ তোমার কাছে কিছু চায়, তাকে দিও; এবং যে তোমার দ্রব্য নিয়ে যায়, তার কাছে তা আর চেয়ো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 যারা তোমার কাছে চায়, তাদের তুমি দাও। আর কেউ যদি তোমার কাছ থেকে তোমার কোনো জিনিস নিয়ে নেয়, তা ফেরত চেয়ো না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)30 je jaha tômar kache cahe, tahake taha dio; ar je tômar biʃoy kaṛia loy, tahar kache taha ar phiria cahio na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 যারা তোমাদের কাছে ভিক্ষা চায়, তাদের সকলকে ভিক্ষা দিও এবং যারা তেআমাদের জিনিস কেড়ে নেয়, তাদের কাছে আর সেটা ফেরত চেয়ো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 তোমার কাছে যে চায় তাকে দাও। আর তোমার কোন জিনিস যদি কেউ নেয়, তবে তা ফেরত চেও না। অধ্যায় দেখুন |