লূক 24:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 আবার আমাদের কয়েকটী স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন; তাঁহারা প্রত্যূষে তাঁহার কবরের কাছে গিয়াছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আবার আমাদের কয়েক জন স্ত্রীলোক আমাদেরকে চমৎকৃত করলেন; তাঁরা খুব ভোরে তাঁর কবরের কাছে গিয়েছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এছাড়াও, আমাদের কয়েকজন মহিলা আমাদের হতবাক করে দিয়েছেন। তাঁরা আজ খুব ভোরবেলা সমাধিস্থলে গিয়েছিলেন, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 edike amader moddhekar jon koek strilôk amadigoke bhari aʃcorjo koria dilo — tahara ki na bhôre bhôre koborer kache giachilo, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তার উপর আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করে দিয়েছে। ভোর বেলায় ওরা তাঁর সমাধিতে গিয়েছিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আবার আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করে দিলেন। তাঁরা আজ খুব ভোরে সমাধির কাছে গিয়েছিলেন; অধ্যায় দেখুন |