লূক 14:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 আর নিমন্ত্রিত লোকেরা কিরূপে প্রধান প্রধান আসন মনোনীত করিতেছে, তাহা লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে একটী দৃষ্টান্ত কহিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর দাওয়াতপ্রাপ্ত লোকেরা কিভাবে প্রধান প্রধান আসন মনোনীত করছে, তা লক্ষ্য করে তিনি তাদেরকে একটি দৃষ্টান্ত বললেন; তিনি তাদেরকে বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আর নিমন্ত্রিত লোকেরা কীভাবে বিশিষ্ট আসন দখল করছিল তা লক্ষ্য করে তিনি তাদের একটি দৃষ্টান্ত দিয়ে পরামর্শ দিলেন: অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)7 tar por je ʃob lôker nimontron hoiachilo, tahara kæmon koria boʃibar prodhan prodhan jayga bachia loiteche, taha lokkho koria jiʃu tahadigoke ʃikkha dibar jonno ekṭi upomar kotha bolilen; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যীশু লক্ষ্য করলেন, কয়েকজন নিমন্ত্রিত ব্যক্তি শ্রেষ্ঠ আসনগুলি বেছে নিচ্ছে। তখন যীশু সকলকে কথাচ্ছলে উপদেশ দিতে লাগলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যীশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার চেষ্টা করছে। তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি নিয়ে বললেন, অধ্যায় দেখুন |