লূক 14:23 - পবিত্র বাইবেল O.V. (BSI)23 তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তখন মালিক সেই গোলামকে বললেন, বের হয়ে রাজপথে রাজপথে ও সরু পথগুলোতে যাও এবং আসার জন্য লোকদেরকে পীড়াপীড়ি কর, যেন আমার বাড়ি পরিপূর্ণ হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 “প্রভু তখন তার দাসকে বললেন, ‘বড়ো রাস্তায় ও গ্রামের অলিগলিতে যাও এবং যাদের পাও তাদের জোর করে নিয়ে এসো যেন আমার বাসভবন ভর্তি হয়ে ওঠে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)23 tokhon monib cakorṭike bolilen, ‘tumi bahir hoia ʃob rajpothe ar bæṛar dhare dhare gia lôkdigoke loia aiʃo, kichutei chaṛio na, jæno amar baṛi bhoria jay. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 মনিব তখন তাকে বললেন, ‘তাহলে যাও, বড় রাস্তায় প্রাচীরের ধারে, যেখানে যাকে পাও সকলকে জোর করে নিয়ে এসে আমার বাড়ি ভর্তি করে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তখন মনিব সেই দাসকে বলল, ‘এবার তুমি গ্রামের পথে পথে, বেড়ার ধারে ধারে যাও, যাকে পাও তাকেই এখানে আসবার জন্য জোর কর, যেন আমার বাড়ি ভরে যায়। অধ্যায় দেখুন |