Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 1:40 - পবিত্র বাইবেল O.V. (BSI)

40 এবং সখরিয়ের গৃহে প্রবেশ করিয়া ইলীশাবেৎকে মঙ্গলবাদ করিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 এবং জাকারিয়ার বাড়িতে প্রবেশ করে এলিজাবেতকে সালাম জানালেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 সেখানে এসে তিনি সখরিয়ের বাড়িতে প্রবেশ করে ইলিশাবেতকে অভিনন্দন জানালেন।

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

40 ar ʃokhorier ghorer bhitor gia eliʃabetke kuʃol‐jiggæ̃ʃa korilen.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

40 সেই শহরে ছিল সখরিয়ের বাড়ি। সেখানে গিয়ে মরিয়ম ইলিশাবতকে অভিনন্দন জানালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 সেখানে সখরিয়র বাড়িতে গিয়ে ইলীশাবেতকে অভিবাদন জানালেন।

অধ্যায় দেখুন কপি




লূক 1:40
4 ক্রস রেফারেন্স  

যিহূদিয়ার রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সখরিয় নামে এক জন যাজক ছিলেন; তাঁহার স্ত্রী হারোণবংশীয়া, তাঁহার নাম ইলীশাবেৎ।


তৎকালে মরিয়ম উঠিয়া সত্বর পাহাড় অঞ্চলে যিহূদার এক নগরে গেলেন,


আর এইরূপ হইল, যখন ইলীশাবেৎ মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন, তখন তাঁহার জঠরে শিশুটী নাচিয়া উঠিল; আর ইলীশাবেৎ পবিত্র আত্মায় পূর্ণ হইলেন,


তোমার পিতামাতা আহ্লাদিত হউন, তোমার জননী উল্লাসিতা হউন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন