রোমীয় 13:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কিন্তু তোমরা প্রভু ঈসা মসীহ্কে পরিধান কর, অভিলাষ পূর্ণ করার জন্য গুনাহ্-স্বভাবের ইচ্ছা পূর্ণ করার চিন্তা করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 বরং, তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করো, রক্তমাংসের অভিলাষ কীভাবে পূর্ণ করবে, সে সম্পর্কে চিন্তা কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু যেন নব বেশে প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করি ও দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় আর মন না দিই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর এবং দেহের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিও না। অধ্যায় দেখুন |