যোহন 7:49 - পবিত্র বাইবেল O.V. (BSI)49 কিন্তু এই যে লোকসমূহ ব্যবস্থা জানে না, ইহারা শাপগ্রস্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 কিন্তু এই যে লোকেরা যারা শরীয়ত জানে না, এরা বদদোয়াগ্রস্ত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 না! কিন্তু এই যেসব লোক, যারা বিধানের কিছুই জানে না, এরা সকলে অভিশপ্ত।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 কিন্তু ঐ অর্বাচীন জনতা মোশির অনুশাসন মানে না, ওরা অভিশপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 কিন্তু এইসব লোকেরা বিধি-ব্যবস্থার কিছুই জানে না। তারা অভিশপ্ত এবং ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 কিন্তু এই যে মানুষের দল কোনো নিয়ম জানে না এরা অভিশাপ গ্রস্থ। অধ্যায় দেখুন |