যোহন 13:29 - পবিত্র বাইবেল O.V. (BSI)29 যিহূদার কাছে টাকার থলী থাকাতে কেহ কেহ মনে করিলেন, যীশু তাহাকে বলিলেন, পর্ব্বের নিমিত্ত যাহা যাহা আবশ্যক কিনিয়া আন, কিম্বা সে যেন দরিদ্রদিগকে কিছু দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 এহুদার কাছে টাকার থলি থাকাতে কেউ কেউ মনে করলেন, ঈসা তাকে বললেন, ঈদের জন্য যা যা আবশ্যক কিনে আন, কিংবা সে যেন দরিদ্রদেরকে কিছু দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যিহূদার হাতে টাকাপয়সার দায়িত্ব ছিল বলে কেউ কেউ মনে করলেন যে, যীশু তাকে পর্বের জন্য প্রয়োজনীয় জিনিস কেনার কথা, অথবা দরিদ্রদের কিছু দান করার বিষয়ে বলছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 কেউ কেউ ভাবলেন, সাধারণ তহবিলের ভার যেহেতু যিহুদার হাতে তাই হয়তো উৎসবের জন্য দরকারী জিনিসপত্র কেনার কথা যীশু তাকে বলছেন কিম্বা গরীবদের কিছু দান করার কথা বলছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 কেউ কেউ মনে করলেন, যিহূদার কাছে টাকার থলি আছে, তাই হয়তো যীশু তাকে বললেন, পর্বের জন্য যা যা প্রয়োজন তা কিনে আনতে যাও; অথবা হয়তো গরীবদের ওর থেকে কিছু দান করতে বলেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 কিছু লোক চিন্তা করেছিল যে, যিহূদার কাছে টাকার থলি ছিল বলে যীশু তাকে বললেন, “উত্সবের জন্য যে জিনিসগুলো দরকার কিনে আন,” অথবা সে যেন অবশ্যই গরিবদের কিছু জিনিস দেয়। অধ্যায় দেখুন |