যোহন 12:24 - পবিত্র বাইবেল O.V. (BSI)24 সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, গোমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে, তবে তাহা একটী মাত্র থাকে; কিন্তু যদি মরে, তবে অনেক ফল উৎপন্ন করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে, তবে তা একটিমাত্র থাকে; কিন্তু যদি মরে, তবে অনেক ফল উৎপন্ন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আমি তোমাদের সত্যি বলছি, গমের দানা যদি মাটিতে পড়ে না মরে, তবে তা শুধু একটি বীজ হয়েই থাকে। কিন্তু যদি মরে, তাহলে বহু বীজের উৎপন্ন হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আমি তোমাদের এই সত্য বলছি, একটি গমের দানা মাটিতে পড়ে না মরা পর্যন্ত সেটি এককই থাকে কিন্তু মরলে পর তা হয় অজস্র ফসলদায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমি তোমাদের সত্যি বলছি, গমের একটি দানা যদি মাটিতে পড়ে মরে না যায়, তবে তা একটি দানাই থেকে যায়। কিন্তু তা যদি মাটিতে পড়ে মরে যায়, তবে তার থেকে আরো অনেক দানা উৎপন্ন হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 সত্য, সত্য, আমি তোমাদের বলছি, গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে, তবে এটা একটা মাত্র থাকে, কিন্তু যদি এটা মরে তবে এটা অনেক ফল দেবে। অধ্যায় দেখুন |