Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোনা 2:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমি আমাকে অগাধ পানিতে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করলো, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়ে বয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তুমি আমাকে গভীর জলে, সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলে, আর প্রকাণ্ড জলস্রোত আমাকে ঘিরে ধরল; তোমার সকল ঢেউ, তোমার সমস্ত তরঙ্গ, আমাকে বয়ে নিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তুমি সাগরের অতল গভীরে আমাকে নিক্ষেপ করেছিলে, অগাধ জলরাশি আমাকে গ্রাস করেছিল তোমারই সৃষ্ট সাগর তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস বয়ে গেল আমার উপর দিয়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “আপনি আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। আপনার শক্তিশালী ঢেউ আমার উপর পড়েছিল। আমি গভীর, অতি গভীর সমুদ্রে ডুবে গেলাম। আমার চারিদিকে কেবলই জল ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমি আমাকে গভীর জলে, সমুদ্রে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করল, তোমার সব ঢেউ, তোমার সব তরঙ্গ, আমার ওপর দিয়ে গেল।”

অধ্যায় দেখুন কপি




যোনা 2:3
11 ক্রস রেফারেন্স  

তোমার নির্ঝরসমূহের শব্দে জলপ্রবাহ জলপ্রবাহকে আহ্বান করিতেছে; তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া যাইতেছে।


আমার মস্তকের উপর দিয়া জল বহিল; আমি কহিলাম, আমি উচ্ছিন্ন হইয়াছি।


কেননা আমি মৃত্যুর তরঙ্গে বেষ্টিত, পাষণ্ডের বন্যাতে আশঙ্কিত ছিলাম;


আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।


তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।


আমি সঙ্কটে সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন।


হে সদাপ্রভু, আমি অধোলোকস্থ কূপের মধ্য হইতে তোমার নাম ডাকিয়াছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন