যিহোশূয় 8:25 - পবিত্র বাইবেল O.V. (BSI)25 সেই দিবসে অয়নিবাসী সমস্ত লোক অর্থাৎ স্ত্রী, পুরুষ সর্ব্বশুদ্ধ বারো সহস্র লোক পতিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সেই দিনে অয়-নিবাসী সমস্ত লোক অর্থাৎ স্ত্রী, পুরুষ মোট বারো হাজার লোক মারা পড়লো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 অয়ের সব লোকজন 12,000 নারী-পুরুষ সেদিন নিহত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সেদিন অয়ের অধিবাসী নারী ও পুরুষ যারা নিহত হল তাদের সংখ্যা ছিল সর্বমোট বারো হাজার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 সেদিন অয়ের সমস্ত লোক মারা গেল। 12,000 পুরুষ ও স্ত্রীলোক মারা গিয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 সেই দিনের অয়ে বসবাসকারী সমস্ত লোক অর্থাৎ মহিলা পুরুষ সবাইকে মিলিয়ে মোট বার হাজার লোক মারা গেল। অধ্যায় দেখুন |