যিহোশূয় 8:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 বাহির হইয়া ইস্রায়েলের পশ্চাতে না গেল, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকিল না; সকলে, নগরের দ্বার খোলা রাখিয়া ইস্রায়েলের পশ্চাতে পশ্চাতে দৌড়িল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 বের হয়ে ইসরাইলের পিছনে গেল না এমন এক জনও অয়ে বা বেথেলে অবশিষ্ট থাকলো না; সকলেই নগরের দ্বার খোলা রেখে ইসরাইলের পিছনে পিছনে দৌড়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 অয় বা বেথেলে এমন একজন লোকও অবশিষ্ট ছিল না যে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করেনি। তারা নগর উন্মুক্ত রেখে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অয় বা বেথেলে একটি লোকও আর রইল না। নগর অরক্ষিত রেখে সকলেই ইসরায়েলীদের পিছনে ধাওয়া করতে বেরিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 অয় এবং বৈথেলের সব লোক ইস্রায়েলীয় সৈন্যবাহিনীকে তাড়িয়ে দিল। শহর ফাঁকা পড়ে রইল। শহর রক্ষা করার জন্য কেউ রইল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 বের হয়ে ইস্রায়েলের পিছনে গেল না, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকল না; সবাই নগরের দরজা খোলা রেখে ইস্রায়েলের পিছন পিছন দৌড়াল। অধ্যায় দেখুন |