যিহোশূয় 6:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 আর তাহারা দ্বিতীয় দিবসে এক বার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া আসিল; তাহারা ছয় দিন এইরূপ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর তারা দ্বিতীয় দিনে এক বার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল; তারা ছয় দিন এরকম করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তাই দ্বিতীয় দিনেও তারা একবার নগর প্রদক্ষিণ করল ও শিবিরে ফিরে গেল। ছয় দিন ধরে তারা এরকম করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এই ভাবে দ্বিতীয় দিনেও তারা একবার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল। ছয় দিন ধরে চলল তাদের এই পরিক্রমা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 দ্বিতীয় দিন তারা সকলে একবার শহর পরিক্রমা করল। তারপর শিবিরে ফিরে এলো। দুদিন ধরে তারা প্রতিদিন এইভাবেই কাটাল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর তারা দ্বিতীয় দিনের এক বার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল; তারা ছয়দিন এইরকম করল। অধ্যায় দেখুন |