যিহোশূয় 5:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরী প্রস্তুত করিয়া ত্বক্-পর্ব্বতের সমীপে ইস্রায়েল-সন্তানগণের ত্বক্ছেদ করাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তাতে ইউসা চকমকি পাথরের ছুরি প্রস্তুত করে গিবিয়োৎ হারালোতে (খৎনা-পর্বতে) বনি-ইসরাইলদের খৎনা করালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাই যিহোশূয় চকমকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করলেন এবং গিবিয়োৎ-হারালোতে ইস্রায়েলীদের সুন্নত করালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে অগ্রত্বক্ পর্বত-এর কাছে ইসরায়েলী পুরুষদের সুন্নত সংস্কার করালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 সেই মতো যিহোশূয় চকমকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নিয়ে জিবিথ হারালোথে ইস্রায়েলীয়দের সুন্নৎ করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে ত্বক্প র্বতের সামনে ইস্রায়েল-সন্তানদের ত্বক্ছেদ করলেন। অধ্যায় দেখুন |