যিহোশূয় 21:40 - পবিত্র বাইবেল O.V. (BSI)40 এইরূপে লেবীয়দের অবশিষ্ট গোষ্ঠী সকল, অর্থাৎ মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে গুলিবাঁট দ্বারা সর্ব্বশুদ্ধ বারোটী নগর পাইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 এভাবে লেবীয়দের অবশিষ্ট সমস্ত গোষ্ঠী, অর্থাৎ মরারিয়রা নিজ নিজ গোষ্ঠী অনুসারে গুলি-বাঁট দ্বারা সবসুদ্ধ বারোটি নগর পেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 লেবীয় গোষ্ঠীভুক্ত অবশিষ্ট মরারীয় গোত্রগুলির জন্য বণ্টন করা হল এই বারোটি নগর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 লেবী বংশের অবশিষ্ট লোকজন অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা পাশার দানে নির্ধারিত সর্বমোট এই বারোটি নগর পেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 লেবীয়দের শেষ পরিবার, মরারি পরিবার মোট 12 টি শহর পেয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 এই ভাবে লেবীয়দের অবশিষ্ট সমস্ত গোষ্ঠী, অর্থাৎ মরারি-সন্তানের নিজেরদের গোষ্ঠী অনুসারে গুলিবাঁটের মাধ্যমে মোট বারটি নগর পেল। অধ্যায় দেখুন |