Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:35 - পবিত্র বাইবেল O.V. (BSI)

35 অদুল্লম, সোখো, অসেকা, শারয়িম, অদীথয়িম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 আদুল্লাম, সোখো, অসেকা, সারায়িম, অদিথয়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 যর্মূৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:35
17 ক্রস রেফারেন্স  

পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।


পরে পলেষ্টীয়েরা যুদ্ধ করিবার জন্য সৈন্যসামন্ত সংগ্রহ করিয়া যিহূদার অধিকারস্থ সোখোতে একত্র হইল, এবং সোখোর ও অসেকার মধ্যে এফস্‌দম্মীমে শিবির স্থাপন করিল।


আর যিরূশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মুতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের নিকটে দূত পাঠাইয়া এই কথা কহিলেন;


হে মারেশা-নিবাসিনি, আমি পুনর্ব্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব; ইস্রায়েলের গৌরব অদুল্লম পর্য্যন্ত আসিবে।


ঐন-রিম্মোণে, সরায় ও যম্মুতে,


আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।


আর পর্ব্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো,


অদুল্লমের এক রাজা, মক্কেদার এক রাজা,


লাখীশের এক রাজা, ইগ্লোনের এক রাজা,


তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাঁহার নিকটে আনিল।


তখন সদাপ্রভু ইস্রায়েলের সাক্ষাতে তাহাদিগকে ক্ষুব্ধ করিলেন, তাহাতে তিনি গিবিয়োনে মহাসংহারে তাহাদিগকে সংহার করিয়া বৈৎহোরোণের আরোহণ-পথ দিয়া তাহাদিগকে তাড়না করিলেন, এবং অসেকা ও মক্কেদা পর্য্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন।


ঐ সময়ে যিহূদা আপন ভ্রাতৃগণের নিকট হইতে প্রস্থান করিয়া অদুল্লমীয় হীরা নামে একটি লোকের কাছে গেল।


সানোহ, ঐন্‌-গন্নীম, তপূহ, ঐনম, যর্মুৎ,


গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গ্রামের সহিত চৌদ্দটী নগর।


অরুব্বোতে বিন্‌-হেষদ; সোখো ও সমুদয় হেফর প্রদেশ তাঁহার অধীন ছিল।


বৈৎ-সুর, সেখো, অদুল্লম, গাৎ, মারেশা, সীফ, অদোরয়িম,


সরা, অয়ালোন ও হিব্রোণ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন