যিহোশূয় 12:1 - পবিত্র বাইবেল O.V. (BSI)1 যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত, এবং পূর্ব্বদিক্স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে বনি-ইসরাইল দেশের যে দুই বাদশাহ্কে আক্রমণ করে তাঁদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোন পর্বত পর্যন্ত এবং পূর্ব দিকে অবস্থিত সমস্ত অরাবা সমভূমি, এই দেশ অধিকার করেছিল, সেই দুই বাদশাহ্ এই: অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 জর্ডনের অপর পারে পূর্বদিকে ইসরায়েলীরা যে দুজন রাজাকে পরাস্ত করে তাঁদের দেশ অর্থাৎ আর্ণোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত এবং পূর্বদিকে সমগ্র আরাবা উপত্যকা দখল করে নিয়েছিল, তাদের তালিকা: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 ইস্রায়েলবাসীরা যর্দন নদীর পূর্বদিকের সব দেশগুলি জয় করেছিল। অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ শৃঙ্গ পর্যন্ত সমস্ত ভূখণ্ড এবং যর্দন উপত্যকার পূর্ব দিকের সমস্ত ভূখণ্ড তারা জয় করেছিল। ইস্রায়েলবাসীরা যে সব রাজাদের পরাজিত করেছিল তার তালিকা এখানে দেওয়া হচ্ছে: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যর্দ্দনের (নদীর) পারে সূর্য্য উদয়ের দিকে ইস্রায়েল-সন্তানেরা দেশের যে দুই রাজাকে আঘাত করে তাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত এবং পূর্বদিকের সমস্ত অরাবা উপত্যকা, এই দেশ অধিকার করেছিল, সেই দুই রাজা এই। অধ্যায় দেখুন |