যিহোশূয় 11:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 ইস্রায়েল-সন্তানগণের দেশে অনাকীয়দের কেহ অবশিষ্ট থাকিল না; কেবল ঘসাতে, গাতে ও অস্দোদে কতকগুলি অবশিষ্ট থাকিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 বনি-ইসরাইলদের দেশে অনাকীয়দের কেউ অবশিষ্ট থাকলো না; কেবল গাজায়, গাত ও অসদোদে কিছু কিছু অনাকীয় অবশিষ্ট থাকলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 ইস্রায়েলী এলাকায় আর কোনো অনাকীয় অবশিষ্ট ছিল না; শুধুমাত্র গাজা, গাৎ ও অস্দোদে কিছু লোক অবশিষ্ট ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ইসরায়েলীদের দেশে অনাকীদের কেউ আর অবশিষ্ট রইল না। কেবলমাত্র গাজা, গাৎ ও অস্দোদে এদের কয়েকজন থেকে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ইস্রায়েল ভূখণ্ডে কোন অনাক বংশীয় লোক বেঁচে রইল না। তারা শুধু বেঁচে রইল ঘসা, গাত এবং অস্দোদ অঞ্চলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ইস্রায়েল-সন্তানদের দেশে অনাকীয়দের কেউ অবশিষ্ট থাকল না; শুধু ঘসাতে, গাতে ও অস্দোদে কয়েকজন অবশিষ্ট থাকল। অধ্যায় দেখুন |