যিহিষ্কেল 47:11 - পবিত্র বাইবেল O.V. (BSI)11 কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমির প্রতীকার হইবে না; তাহা লবণার্থে নিরূপিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 কিন্তু তার বিল ও জলাভূমির প্রতিকার হবে না; তা লবণের জন্য নিরূপিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 কিন্তু জলা জায়গা ও বিলের জল মিষ্টি হবে না; সেগুলি নুনের জন্য থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কিন্তু পাঁকভরা বিল আর জলার জল মিষ্টি হবে না, লবণের উৎসরূপে ওগুলি ঐভাবেই থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কিন্তু পাঁকের জায়গা ও ছোট ছোট জলাভূমিগুলি পরিষ্কার হবে না, তা নোনতা হয়ে ওঠার জন্য ছেড়ে দেওয়া আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 কিন্তু লবনাক্ত সমুদ্রের জলা ও জলাভূমিগুলি উত্তম হবে না; তারা লবণ সরবরাহের জন্য হবে। অধ্যায় দেখুন |