যিহিষ্কেল 42:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 তিনি উত্তর পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্ব্বশুদ্ধ পাঁচ শত নল পরিমিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তিনি উত্তর পাশ মাপলেন, মাপবার নলে তা সবসুদ্ধ পাঁচ শত নল পরিমিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তিনি উত্তর দিক মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17-19 তারপর তিনি মাপলেন উত্তর দক্ষিণ ও পশ্চিম দিক। প্রত্যেক দিকের মাপ একই, পাঁচশো হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তিনি উত্তর দিক মাপলে তাও দৈর্ঘ্যে 500 হাত হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 সে উত্তর দিক মাপলো, মাপবার লাঠিটা পাঁচশো হাত লম্বা ছিল। অধ্যায় দেখুন |