যিহিষ্কেল 27:33 - পবিত্র বাইবেল O.V. (BSI)33 যখন সমুদ্র সকল হইতে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যাইত, তখন তুমি বহুসংখ্য জাতিকে তৃপ্ত করিতে; তোমার ধনের ও বিনিমেয় দ্রব্যের বাহুল্যে তুমি পৃথিবীর রাজগণকে ধনী করিতে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 যখন সমুদ্রগুলো থেকে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যেত, তখন তুমি বহুসংখ্যক জাতিকে তৃপ্ত করতে; তোমার ধন ও প্রচুর বিনিময়-যোগ্য দ্রব্যের দরুন তুমি দুনিয়ার বাদশাহ্দেরকে ধনী করতে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে; তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 যখন তোমার বাণিজ্যের পণ্যসম্ভার যেত দেশ-বিদেশে তখন তুমি প্রতিটি জাতির প্রয়োজন মিটিয়েছ। তোমার পণ্যসম্ভারের প্রাচুর্যে নৃপতিরা হয়েছে ঐশ্বর্যবান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 তোমার ব্যবসায়ীরা সমুদ্র পারাপার করল, তোমার বিপুল ধনে ও পণ্যে তুমি বহু লোককে তুষ্ট করলে। পৃথিবীর রাজাদের ধনী করলে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 যখন সমুদ্র সব থেকে তোমার পণ্য দ্রব্য নানা জায়গায় যেত, তখন তুমি বহুসংখ্যক জাতিকে সন্তুষ্ট করতে; তোমার ধনের ও বিনিময়ে জিনিসের বাহুল্যে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে। অধ্যায় দেখুন |