যিহিষ্কেল 26:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 এখন তোমার পতনের দিনে উপকূল সকল কাঁপিতেছে, তোমার শেষগতিতে সমুদ্রস্থিত দ্বীপ সকল বিহ্বল হইতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এখন তোমার পতনের দিনে উপকূলগুলো কাঁপছে, তোমার শেষগতিতে সমুদ্রস্থিত দ্বীপগুলো ভীষণ ভয় পাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 এখন তোমার পতনের দিনে উপকূল কাঁপছে; সমুদ্রের দ্বীপ সকল তোমার পতনে আতঙ্কগ্রস্ত।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 এখন তার পতনের দিনে সাগর মেখলা দ্বীপমালা আতঙ্কে বিহ্বল, এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে তার অধিবাসীরাও ভীত চকিত, অভিভূত! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এখন তোমার পতনের দিনে উপকূলের দেশগুলো ভয়ে কাঁপবে। তুমি উপকূলে বহু উপনিবেশ স্থাপন করেছিলে। ভীত হবে ঐ লোকরা তোমার পতন হলে!’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 এখন তোমার পতনের দিনের উপকূল সব কাঁপছে, তোমার চলে যাওয়াতে সমুদ্রে অবস্থিত দ্বীপ সব আতঙ্কগ্রস্থ হয়েছে। অধ্যায় দেখুন |