যিহিষ্কেল 24:26 - পবিত্র বাইবেল O.V. (BSI)26 সেই দিন কি তাহা তোমার কর্ণগোচর করিবার নিমিত্ত পলাতক ব্যক্তি তোমার নিকটে আসিবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সেদিন কি তা তোমাকে অবগত করার জন্য পলাতক ব্যক্তি তোমার কাছে আসবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 সেদিন একজন পালিয়ে আসা লোক তোমাকে খবর দিতে আসবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 যেদিন আমি এ সব ঘটনা ইসরায়েলের উপর ঘটাব, সেদিন সেখান থেকে কোনরকমে একজন লোক পালিয়ে এসে এ সম্বন্ধে তোমাকে খবর দেবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সেই দিন একজন শরণার্থী তোমার কাছে আসবে তোমাকে খবর দেওয়ার জন্য অধ্যায় দেখুন |