যিহিষ্কেল 13:15 - পবিত্র বাইবেল O.V. (BSI)15 এই প্রকারে আমি সেই ভিত্তিতে, এবং যাহারা তাহা লেপন করিয়াছে তাহাদিগেতে, আপন ক্রোধ সম্পন্ন করিব; আর আমি তোমাদিগকে বলিব, সেই ভিত্তি আর নাই, এবং তাহার লেপনকারিগণও নাই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 যেভাবে আমি সেই দেয়ালে এবং যারা তা লেপন করেছে তাদের উপরে আমার গজব ঢেলে দেব; আর আমি তোমাদের বলবো, সেই দেয়াল আর নেই এবং তার লেপনকারীরাও নেই; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 সুতরাং আমি আমার ভীষণ ক্রোধ দেয়ালের ও যারা সেটি চুনকাম করেছিল তাদের উপর ব্যয় করব। আমি তোমাদের বলব, “দেয়াল ও যারা সেটি চুনকাম করেছিল তারা কেউ আর নেই, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 এমনি করেই তাদের তৈরী প্রাচীর আর যারা ঐ প্রাচীর চূণকাম করে সব ফাঁকি ঢেকে দিয়েছিল, তাদের উপর আমার নির্মম ক্রোধ নেমে আসবে। তারপর আমি তোমাদের বলব: সেই দেওয়াল আর নেই। আর চূণকাম করে দেওয়ালের ফাঁকি যারা ঢেকে দিয়েছিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমি সেই প্রাচীরের প্রতি ও যে লোকরা তার ওপর প্রলেপ লাগিয়েছে, তাদের প্রতি আমার ক্রোধ প্রকাশ শেষ করব। সেখানে আমি বলব, ‘দেওয়ালও নেই আর তার ওপর প্রলেপ লাগানোরও কেউ নেই।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 এই ভাবে আমি সেই ভিত্তিতে এবং যারা তা লেপন করেছে তাদের ওপর রাগ সম্পন্ন করব; আমি তোমাদেরকে বলব, সেই ভিত্তি আর নেই এবং তার লেপনকারিরাও নেই; অধ্যায় দেখুন |