যিহিষ্কেল 11:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে নিহত লোকদিগকে তোমরা নগরের মধ্যে রাখিয়াছ, তাহারাই মাংস, এবং এই [নগর] হাঁড়ী; কিন্তু তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করা যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এই কারণে সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমাদের যে নিহত লোকদের তোমরা নগরের মধ্যে রেখেছ, তারাই মাংস এবং এই নগর হাঁড়ি; কিন্তু তোমাদের এর মধ্য থেকে বের করা যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের যে মরা লোকদের তোমরা নগরে ফেলেছ সেগুলিই মাংস এবং এই নগরটি হাঁড়ি, কিন্তু সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমি, সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি, বাস্তবিকই এই নগর আজ রান্নার হাঁড়িতে পরিণত হয়েছে কিন্তু মাংস? মাংস হল তোমাদের হাতে নিহত সেই সব মানুষের মৃতদেহ। অতএব এখানে তোমাদের আর ঠাঁই নেই। আমি তোমাদের এই নগর থেকে তাড়িয়ে দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এখন প্রভু আমার সদাপ্রভু এই কথা বলছেন, ‘ঐ মৃতদেহরা মাংস আর শহরটা পাত্র। কিন্তু নবূখদ্নিৎসর তোমাদের এর মধ্যে থেকে বার করে আনা হবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তাই, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, যে লোক গুলোকে তুমি হত্যা করেছো তাদের মৃতদেহ যিরুশালেমের মধ্যে ফেলে রেখেছ, তাদের মাংস এবং এই শহর পাত্র; কিন্তু তোমাদেরকে শহরের মধ্য থেকে আনা হচ্ছে। অধ্যায় দেখুন |