যিশাইয় 7:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)18 আর সেই দিন সদাপ্রভু মিসরের নদী সকলের প্রান্তস্থ মক্ষিকার প্রতি ও অশূর দেশীয় মৌমাছির প্রতি শিশ্ দিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর সেদিন মাবুদ মিসরের সমস্ত নদী প্রান্তস্থ মৌমাছির প্রতি ও আসেরিয়া দেশের মৌমাছির প্রতি শিস্ দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সেদিন, সদাপ্রভু মিশরে নীল অববাহিকা থেকে মাছি ও আসিরীয়দের দেশ থেকে মৌমাছিদের শিস্ দিয়ে ডাকবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সেইদিন প্রভু পরমেশ্বর সঙ্কেত ধ্বনি দিয়ে ডাকবেন মিশরীদের, তারা সুদূর নীল নদের তীর থেকে পঙ্গপালের মত উড়ে আসবে। তিনি সঙ্কেতে ডাকবেন আসিরিয়াবাসীকে, তারা দেশ থেকে উড়ে আসবে মৌমাছির মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “সে সময় প্রভু ‘মাছি’ (এখন ‘মাছিটি’ মিশরের নদীর কাছে আছে।) এবং ‘মৌমাছিকে’ (‘মৌমাছিটি’ এখন অশূর দেশে আছে।) ডাক দেবেন। তারা তোমার দেশে এসে পৌঁছবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 সেই দিন সদাপ্রভু মিশর দেশের দূরের নদীগুলোর মাছি ও অশূর দেশের মৌমাছিদের শিশ দেবেন। অধ্যায় দেখুন |