যিশাইয় 65:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 আর আমি যাকোব হইতে এক বংশকে, এবং যিহূদা হইতে আমার পর্ব্বতগণের এক অধিকারীকে উৎপন্ন করিব, আমার মনোনীত লোকেরা তাহা অধিকার করিবে, ও আমার দাসেরা সেখানে বসতি করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর আমি ইয়াকুব থেকে একটি বংশকে এবং এহুদা থেকে আমার পর্বতমালার এক জন অধিকারীকে উৎপন্ন করবো, আমার মনোনীত লোকেরা তা অধিকার করবে ও আমার গোলামেরা সেখানে বসতি করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আমি যাকোবের কুল থেকে এক বংশের, এবং যিহূদা থেকে আমার পর্বতগুলির এক উত্তরাধিকারীকে তুলে ধরব; আমার মনোনীত প্রজারা তা অধিকার করবে, সেখানে আমার দাসেরা বসবাস করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আমি ইসরায়েলীদের মধ্যে যিহুদা গোষ্ঠীর লোকদের আশীর্বাদ করব। তাদের বংশধরেরা আমার পাহাড় ঘেরা দেশের অধিবাসী হবে। আমার মনোনীত লোকেরা, যারা সেবা করবে আমার, তারাই বাস করবে সেখানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 যাকোবের (ইস্রায়েল) কিছু লোককে আমি রক্ষা করব। যিহূদার কিছু মানুষ আমার পাহাড় পাবে। আমার দাসরা সেখানে বাস করবে। আমি পছন্দ করে ঠিক করব কারা ওখানে বাস করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আমি যাকোব থেকে এবং যিহূদা থেকে বংশধরদের তুলব তারা আমার পাহাড় পর্বতের অধিকারী হবে। আমার মনোনীত লোকেরা সেগুলো অধিকার করবে এবং আমার দাসেরা সেখানে বাস করবে। অধ্যায় দেখুন |