যিশাইয় 60:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 যে ছোট, সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান্ জাতি হইয়া উঠিবে; আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 যে ছোট, সে হাজার হয়ে উঠবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হয়ে উঠবে; আমি মাবুদ যথাকালে তা দ্রুত সম্পন্ন করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তোমার মধ্যে নগণ্যতম জন এক সহস্রের সমান হবে, ক্ষুদ্রতম জন হবে এক শক্তিশালী জাতিস্বরূপ। আমিই সদাপ্রভু; যথাসময়ে আমি তা দ্রুত সম্পন্ন করব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তুচ্ছতম যে সে পরিণত হবে এক বিরাট গোষ্ঠীতে ক্ষুদ্রতম হয়ে উঠবে এক মহাশক্তিমান জাতি আমি প্রভু পরমেশ্বর সেই শুভক্ষণে এ কর্ম সম্পাদনে তৎপর হব আমি! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 সব চাইতে ছোট্ট পরিবার হবে বড় পরিবারগোষ্ঠী। ক্ষুদ্রতম পরিবার হবে শক্তিশালী জাতি। সঠিক সময়ে, আমি প্রভু দ্রুত চলে আসব। আমি এইসব ঘটনাগুলো ঘটাব।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তোমাদের মধ্য যে সব থেকে ছোট সে হাজার জন হবে এবং যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি সদাপ্রভু; যখন দিন আসবে তখন আমি তা তাড়াতাড়িই সম্পন্ন করব। অধ্যায় দেখুন |