যিশাইয় 59:1 - পবিত্র বাইবেল O.V. (BSI)1 দেখ, সদাপ্রভুর হস্ত এমন খাট নয় যে, তিনি পরিত্রাণ করিতে পারেন না; তাঁহার কর্ণ এমন ভারী নয় যে, তিনি শুনিতে পান না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 দেখ, মাবুদের হাত এমন সংকীর্ণ নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কান এমন ভারী নয় যে, তিনি শুনতে পান না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 নিশ্চয়ই সদাপ্রভুর হাত এত ছোটো নয়, যে তিনি ত্রাণ করতে পারেন না, বা তাঁর কান এমন বধির নয়, যে তিনি শুনতে পান না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তোমরা ভেবো না যে প্রভু পরমেশ্বর এমন অক্ষম যে তোমাদের উদ্ধার করতে পারেন না বা এমন বধির যে তোমাদের আবেদন তাঁর কানে যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট। তোমরা যখনই তাঁর সাহায্য চাইবে তখনই তিনি তা শুনতে পান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 দেখ, সদাপ্রভুর হাত এত ছোট নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না। অধ্যায় দেখুন |