যিশাইয় 50:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 আমি আকাশমণ্ডলকে কালিমা পরাই, ও চট তাহার আচ্ছাদন করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমি আসমানকে কালিমা পরাই, চট তার আচ্ছাদন করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমি আকাশকে অন্ধকারে আবৃত করি, চটবস্ত্রকে তার পরিধেয় করি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 জলাভাবে মৎস্যকুল মরে নি কি আকন্ঠ তৃষ্ণায়? করি নি কি আচ্ছন্ন আকাশমণ্ডলকে ঘোর অন্ধকারে, যেন শোকবস্ত্র করেছে ধারণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমি শোকের কালো কাপড়ের মতো আকাশকে অন্ধকার করে দিতে পারি। আকাশকে অন্ধকারময় করে দিতে পারি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমি অন্ধকার দিয়ে আকাশকে কাপড় পরাই; আমি চট দিয়ে ঢেকে দিই।” অধ্যায় দেখুন |