যিশাইয় 46:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 আর তোমাদের বৃদ্ধ বয়স পর্য্যন্ত আমি যে সেই থাকিব, পক্বকেশ হওয়া পর্য্যন্ত আমিই তুলিয়া বহন করিব; আমিই নির্ম্মাণ করিয়াছি, আমিই বহন করিব; হাঁ, আমিই তুলিয়া বহন করিব, রক্ষা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকব, তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত আমিই তুলে বহন করবো; আমিই নির্মাণ করেছি, আমিই বহন করবো; হ্যাঁ, আমিই তুলে বহন করবো, রক্ষা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব, তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব। আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব; আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমিই তোমাদের ঈশ্বর, সযত্নে পালন করব তোমাদের শুভ্র পক্ক কেশ শোভিত বৃদ্ধ বয়স পর্যন্ত। আমি তোমাদের করেছি সৃজন, পালন করব আমি সাহায্য করব তোমাদের পরিত্রাণ করব আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তোমরা যখন ভূমিষ্ট হলে তখন থেকে বইছি এবং বৃদ্ধ অবস্থাতেও আমি তোমাদের বইবো। তোমাদের চুল যখন ধূসর রঙের হয়ে যাবে তখনও আমি বইবো। এখনও বইছি আমি। কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা। আমি তোমাদের বয়ে নিয়ে যাবো। রক্ষাও করব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এমনকি তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি সেই থাকব এমনকি তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত তোমাদের ভার বহন করব। আমি তোমাদের তৈরী করেছি এবং আমি তোমাদের সমর্থন করবো; আমি তোমাদের নিরাপত্তায় বহন করব। অধ্যায় দেখুন |